নোয়াখালী জেলার কবিরহাট উপজেলাধীন ৩নং ধানসিঁড়ি ইউনিয়নস্থ নলুয়া ভূঁইয়ার হাট সংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত।
১৯৯৫ সালে স্থানীয় ব্যক্তিবর্গের সাবির্ক সহযোগিতায় অত্র বিদ্যালয় ০১/০১/১৯৯৫ সনে স্থাপন করা হয় ।স্থাপনের কিছুদিন পর বিদ্যালয় গৃহ খানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বিধস্থ হইলে এলাকাবাসী ও সাথী সংঘ ক্লাবের সাবির্ক সহযোগিতায় পুনঃপ্রতিষ্ঠিত হয়।এরপর থেকে অত্র বিদ্যালয়টি সরকারী রীতিনীতি মোতাবেক কর্মরত শিক্ষকগণের আন্তরিকতায় ধীরে ধীরে অগ্রগতির দিকে ধাবিত হয় । এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিদপ্তর চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম হইতে ০১/০১/১৯৯৯ সালে পাঠদানে অনুমতি প্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুচারুরুপে পরিচালিত হইয়া আসিতে থাকা অবস্থায় পাঠদানের সন্তোষজনক অবস্থার পেক্ষিতে প্রতিষ্ঠানটি ০১/০১/২০০২ইং তারিখে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়। স্বীকৃতি লাভের পর ০১/০১/২০০৪ইং তারিখ হইতে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্ত হয় । পরবর্তীতে ০১/০১/২০১০ইং তার্রিখ হইতে মানবিক ও ব্যবসায় শিক্ষা ও ০১/০১/২০১৫ইং তারিখ হইতে বিজ্ঞান শাখা খোলার অনুমতি প্রাপ্ত এবং ০১/০১/২০১৩ইং তারিখ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয় ।
Image | Name | Mobile | |
---|---|---|---|
MD JAMAL UDDIN | 01812598220 | nbh.school1995@gmail.com |
সফিক উল্যা
সভাপতি
জেএসসি পরীক্ষা ২০১১তে ১০০% এবং এসএসসি ২০১২ তে ১০০% উত্তীর্ণ
মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভূক্ত করণ । ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পযর্ন্ত শাখা খোলা । বিদ্যালয় ভবন পাকা করণ ও বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ । লাইব্রেরী ও বিজ্ঞানাগার সমৃদ্ধ করণ।
মোবাইল : ০১৮১২-৫৯৮২২০
এসএসসি পরীক্ষা: ২০১০ ও ২০১১ প্রযোজ্য নয়: ২০১২-১০০%, ২০১৩-৮০%, ২০১৪-৯৪.১১%
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS